মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের অবস্থান
এমপিওভুক্তির দাবিতে ১৭ তম দিনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মুখে কালো কাপড় বেঁধে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এর আগে শিক্ষক -কর্মচারীরা ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ জাতীয় প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি পালন করে তারা। এর পর ৩০ অক্টোবর থেকে ৬ দিন অনশন কর্মসূচি পালন কালে শিক্ষক কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ায় নাগরিক সমাজের অনুরোধে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয় তারা। কিন্তু অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষক-কর্মচারীরা।
বিভিন্ন সময়ে সরকারের দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সভাপতি এরশাদ আলী বলেন, ২০১২ সালে ৬ মাস ব্যাপী আন্দোলনের সময় শিক্ষামন্ত্রী ও সচিবের সঙ্গে শিক্ষক নেতৃবৃন্দের ৫ বার বৈঠক অনুষ্ঠিত হওয়াসহ বিভিন্ন পদক্ষেপের প্রতিশ্রুতি দেয়া হয়।
২০১১-১২ অর্থ বছরে প্রতিটি সাংসদের মাধ্যেমে তিনটি করে প্রতিষ্ঠানের তালিকা গ্রহণ করে সরকার কিন্তু সেই তালিকা অন্যান্য প্রতিশ্রুতি আজো বাস্তবায়ন হয়নি বলেও জানান তিনি।
মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা।
এএস/জেডএইচ/আরআইপি