আজকের সাধারণ জ্ঞান : ১১ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:৫৭ এএম, ১১ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘স্থানের প্রাচীন নাম’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বেনিনের প্রাচীন নাম কি?
উত্তর : দাহমি।

২. প্রশ্ন : পশ্চিম ইরিয়ানের প্রাচীন নাম কি?
উত্তর : নিউগিনি।

৩. প্রশ্ন : ভানুয়াতুর প্রাচীন নাম কি?
উত্তর : নিউ হেব্রাইডিজ।

৪. প্রশ্ন : জাপানের প্রাচীন নাম কি?
উত্তর : নিপ্পন।

৫. প্রশ্ন : মালাবির প্রাচীন নাম কি?
উত্তর : নিয়াসল্যান্ড।

৬. প্রশ্ন : অ্যাঙ্গোলার প্রাচীন নাম কি?
উত্তর : পশ্চিম আফ্রিকা।

৭. প্রশ্ন : সামোয়ার প্রাচীন নাম কি?
উত্তর : পশ্চিম সামোয়া।

৮. প্রশ্ন : ইরানের প্রাচীন নাম কি?
উত্তর : পারস্য।

৯. প্রশ্ন : বেইজিংয়ের প্রাচীন নাম কি?
উত্তর : পিকিং।

১০. প্রশ্ন : লেলিনগ্রাদের প্রাচীন নাম কি?
উত্তর : পেট্রোগ্রাদ।

১১. প্রশ্ন : পোল্যান্ডের প্রাচীন নাম কি?
উত্তর : পেলাস্কা।

১২. প্রশ্ন : বাংলাদেশের প্রাচীন নাম কি?
উত্তর : পূর্ব পাকিস্তান।

১৩. প্রশ্ন : তাইওয়ানের প্রাচীন নাম কি?
উত্তর : ফরমোজা।

১৪. প্রশ্ন : মায়ানমারের প্রাচীন নাম কি?
উত্তর : বার্মা।

১৫. প্রশ্ন : ইয়াংগুনের প্রাচীন নাম কি?
উত্তর : রেঙ্গুন।

১৬. প্রশ্ন : লেসোথবের প্রাচীন নাম কি?
উত্তর : বাসুতোল্যান্ড।

১৭. প্রশ্ন : গায়ানার প্রাচীন নাম কি?
উত্তর : ব্রিটিশ গিয়ানা।

১৮. প্রশ্ন : বেলিজের প্রাচীন নাম কি?
উত্তর : ব্রিটিশ হন্ডুরাস।

১৯. প্রশ্ন : কর্ণাটকের প্রাচীন নাম কি?
উত্তর : মহিশুর।

২০. প্রশ্ন : মাদ্রাজের প্রাচীন নাম কি?
উত্তর : চেন্নাই।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।