নিয়ন্ত্রণে নগরের এডিস মশা, দাবি মেয়র তাপসের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০২ ডিসেম্বর ২০২০

‘চলতি বছর ডেঙ্গু জ্বরে কোনো প্রাণহানি ঘটেনি’ বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘সারা বছর মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান রাখার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে ডিএসসিসি। এতে নগরে এডিস মশা নিয়ন্ত্রণে রয়েছে। এ বছর ডেঙ্গুর কারণে কোনো প্রাণহানি ঘটেনি।’

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে সিরডাপ (সেন্টার অন দি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা-২০২০ ও ২০২১-২৩ মেয়াদে ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ডিএসসিসি মেয়র বলেন, ‘ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা সিটি করপোরেশনের গুরুদায়িত্ব। সে লক্ষ্যে গতকাল (১ ডিসেম্বর) থেকেই ডিএসসিসির কার্যক্রম শুরু করেছি। ১১টি খাল পুনরুদ্ধার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করে কীভাবে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা যায়, বিনোদনমূলক পরিবেশ কীভাবে সৃষ্টি করা যায়, আমাদের ছেলে-মেয়েরা, ঢাকাবাসী যেন সাইকেল চালিয়ে-হেঁটে সেখানে ঘুরে বেড়াতে পারেন, সে ব্যবস্থা করা হবে।’

যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্ট সোসাইটিকে দান-অনুদানের সর্বোত্তম জায়গা বলে মনে করেন ডিএসসিসি মেয়র। তিনি বলেন, ‘আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা সিটি ইউনিটের কার্যক্রম বৃদ্ধি করতে চাই। কিন্তু অর্থায়নের অভাবে অনেক কার্যক্রম আমরা নিতে পারিনি। সেজন্য যারা আর্ত-মানবতার সেবায় নিবেদিত হতে চান, আমি তাদের সবার প্রতি নিবেদন করব, আপনাদের যেকোনো দান-অনুদান রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রদান করুন। কারণ, রেড ক্রিসেন্ট সোসাইটি জনগণের কাছ থেকে যে অর্থ পেয়ে থাকে তা সম্পূর্ণরূপে আর্ত-মানবতার সেবায়, মানুষের দুর্যোগে ব্যয় করা হয়, বিনষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য দান-অনুদানের সর্বোত্তম জায়গা হলো রেড ক্রিসেন্ট সোসাইটি।’

ঢাকা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য সংখ্যা ও কার্যক্রম বৃদ্ধির পরিকল্পনা জানিয়ে মেয়র তাপস বলেন, ‘আমরা আগামী বছরের মধ্যে এ সংখ্যা পাঁচ হাজারে নিয়ে যেতে চাই এবং আমাদের কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে আমরা বাজেট তিনগুণ করেছি। তারই অংশ হিসেবে মধুমতি ব্যাংক লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ১২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।’

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরিফ খানের সঞ্চালনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আজীবন সদস্যরা বক্তব্য দেন।

এমএমএ/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।