যুক্তরাষ্ট্রের আবারও সতর্কতা জারি


প্রকাশিত: ০৪:১৪ এএম, ১১ নভেম্বর ২০১৫

বাংলাদেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে আবারও সতর্কতা জারি করেছে দেশটি। গতকাল মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে এ সতর্কতা জারি করেছে। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত এ সতর্কবার্তা কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।

দেশটির স্টেট ডিপার্টমেন্ট বলছে, ঐতিহ্যগতভাবে মধ্যপন্থী দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বিদেশিদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে।

সতর্কতায় বলা হয়েছে, বাংলাদেশে আবার বিদেশিদের বিরুদ্ধে, বিশেষ করে বিদেশিদের বড় ধরনের জমায়েতে সন্ত্রাসী হামলার নির্ভরযোগ্য তথ্য রয়েছে।
 
যদিও বাংলাদেশে মার্কিন কর্মকর্তারা কোনো অঘটনা ছাড়াই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে সতর্কবার্তায় আরও বলা হয়েছে, (ঢাকাস্থ মার্কিন) দূতাবাস ব্যক্তিগত চলাফেরার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

উল্লেখ্য, এর আগেও হামলার আশঙ্কায় নাগরিকদের উদ্দেশে সতর্কতা জারি করেছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গত ১৭ অক্টোবর শরিবার রাতে দূতাবাস তাদের নাগরিকদের উদ্দেশে চলাচলে সতর্কতা জারি করে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।