জিয়ার কবরে খালেদা জিয়ার শ্রদ্ধা
৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি শেরেবাংলা নগরের জিয়ার কবরে আসেন এবং ফুল দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাযহারুল আনোয়ার প্রমুখ।
জিয়ার কবরে ফুল দিয়ে ফাতেহা পাঠ ও মোনাজাতে শরিক হন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এরপর জিয়ার কবরের পাশে জিসাস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এরপর একে একে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতীদলসহ বিএনপির সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।