অটিস্টিক শিশুরা রাষ্ট্র ও সমাজের বোঝা নয় : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০২:১২ পিএম, ১০ নভেম্বর ২০১৫

অটিস্টিক শিশুদের সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অটিস্টিক শিশুরা রাষ্ট্র ও সমাজের বোঝা নয়। যদি কোনো শিশু অটিস্টিক হয়ে থাকে তাদেরকে এমনভাবে শিক্ষিত করতে হবে যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে মা-বাবার মুখে হাসি ফোটাতে পারে। আত্মনির্ভরশীল দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার রাতে রাজধানীর নায়েম মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফরের (মাউশি) অধীনে অটিস্টিক একাডেমি স্থাপন প্রকল্প আয়োজিত মাধ্যমিক স্তরে অটিজম এবং স্নায়ু বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের একীভূতকরণ শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রথম ক্ষমতা গ্রহণের সময় সারাদেশে কতজন বাকপ্রতিবন্ধী, শ্রবণপ্রতিবন্ধী তথা অটিস্টিক শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেয়া হয় তাদের সংখ্যা জানা ছিল না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশে জরিপ করিয়ে সংখ্যা বের করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় অটিস্টিক একাডেমি স্থাপনের কাজ এগিয়ে চলছে। এর মাধ্যমে অটিস্টিক শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হবে। শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে।

আগামীতে অটিস্টিক শিক্ষক প্রশিক্ষণ ইউনিট গড়ে তোলা হবে জানান তিনি। একই সঙ্গে অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলের প্রশংসা করেন নাহিদ।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত শিক্ষাসচিব এ এস মাহমুদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও অটিজমবিষয়ক জাতীয় অ্যাডভাইজার কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, নায়েম মহাপরিচালক অধ্যাপক মো. হামিদুল হক, অটিজম একাডেমি স্থাপন প্রকল্প পরিচালক সালাম বেগম প্রমুখ।

এনএম/একে/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।