রাজনৈতিক বিবেচনায় কাউকে বহিষ্কার করা হয়নি


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১০ নভেম্বর ২০১৫

রাজনৈতিক বিবেচনায় স্থানীয় সরকারের কোনো প্রতিনিধিকে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
 
মঙ্গলবার বিকেলে সংসদের প্রশ্নোত্তর পর্বে (সম্পূরক) স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিমের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাজি সেলিম তার প্রশ্নে জানতে চান বিএনপি সমর্থিত মেয়র, কাউন্সিলরদের বিভিন্ন মামলা জড়িয়ে বহিষ্কার করা হচ্ছে এবং স্বতন্ত্র সদস্যদেরও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচনে স্বাধীনভাবে হবে কি না।

জবাবে মন্ত্রী বলেন, আপনার মন্তব্য ‘ফ্ল্যাট মন্তব্য’। আমাদের আইন পরিষ্কার। নির্বাচিত প্রতিনিধি যদি কোনো মামলায় চার্জশিটভুক্ত আসামি হয়ে থাকেন, তখন শুধুমাত্র সাময়িকভাবে তাকে বহিষ্কার করা হয়। রাজনৈতিক বিবেচেনায় কাউকে ঢালাওভাবে বরখাস্ত করা হয়নি। কাজেই এ নিয়ে হয়রানির সুযোগ নেই।

এইচএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।