৩১১ চিকিৎসকের পদোন্নতি


প্রকাশিত: ১২:১৪ পিএম, ১০ নভেম্বর ২০১৫

দেশের ৩১১ চিকিৎসককে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশে তাদের জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৬ষ্ঠ গ্রেডে (১৮৫০০-২৯৭০০/) বেতনক্রমে এ পদোন্নতি দেয়া হয়।

মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। পদোন্নতিপ্রাপ্তদের দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পদায়ন দেয়া হয়েছে।
পদোন্নতি প্রাপ্তÍদের মধ্যে অ্যানেসথেসিয়া পাঁচজন, কার্ডিওলজি ২৫, বক্ষব্যাধি ২২, ইএনটি ৮, গাইনি ৪১, অফথালমোলজি ৫, অর্থোপেডিক সাজারি ১৬, মেডিসিন ৪০, প্যাথলজি ৮, পেডিয়েট্রিকস ৬৮, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ৮, স্কিন অ্যান্ড ভিডি ২, সার্জারি ৫০, ডেন্টাল ১৩, ওরাল ম্যাক্সিওফেসিয়াল সার্জারি ১, কন. ডেন্টিষ্ট্রি ও প্রস্থোডনটিক্স একজন রয়েছেন বলে জানা গেছে।

এমইউ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।