মিলিটারি পুলিশের ওপর হামলাকারী পথচারী


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১০ নভেম্বর ২০১৫

কাফরুলে মিলিটারি পুলিশ সদস্যের ওপর হামলাকারী ব্যক্তি পথচারী বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তবে দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, দেশে একটি চিহিৃত গোষ্ঠীর বিচার কাজ চলছে। তারাই পরিকল্পিতভাবে এই হামলা চালাচ্ছে।

তবে আইএসপিআর বলছে, মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে কাফরুল এলাকায় কর্তব্যরত একজন মিলিটারি পুলিশকে একজন পথচারী পেছন থেকে ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাত করে। এতে ওই মিলিটারি পুলিশ সদস্য সামান্য আহত হন। কর্তব্যরত অন্য সামরিক সদস্যরা সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করেছে। বিস্তারিত জানার জন্য ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।