জনগণের পাশে দাঁড়াতে সক্ষম সেনাবাহিনী


প্রকাশিত: ১১:২১ এএম, ১০ নভেম্বর ২০১৫

বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়াতে সক্ষম বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মঙ্গলবার চট্টগ্রাম হালিশহরে আর্টিলারি ক্যাম্পে রেজিমেন্ট অব আর্টিলারির (গোলন্দাজ কোর) পঞ্চম পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক কাজের জন্য অতুলনীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রতি দেশের জনগণের আস্থা ও বিশ্বাস বেড়েছে।  
 
তিনি বলেন, নতুন নতুন গোলন্দাজ রেজিমেন্ট ও দূরপাল্লার কামান সংযোজন এবং কম্পিউটার বেইজড আধুনিক সরঞ্জামাদি গোলন্দাজ কোরের সক্ষমতাকে আরও সুসংহত করেছে।

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, ভূমিহীন ও আশ্রয়হীনদের জন্য আবাসন নির্মাণের মাধ্যমে সেনাবাহিনী সেবামূলক কাজে অংশগ্রহণ করছে।

তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড়সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় জনগণের পাশে দাঁড়িয়ে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন তারা। আশা করি সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।