এমপি বদির আবেদন হাইকোর্টে খারিজ


প্রকাশিত: ১০:২৫ এএম, ১০ নভেম্বর ২০১৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলা বাতিলে কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বদির করা মামলা বাতিলের আবেদন শুনানিতে হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও প্রবীর হালদার। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আদালত আব্দুর রহমান বদির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে গত ৮ সেপ্টেম্বর আব্দুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ১৮ নভেম্বর বিচারিক আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা রয়েছে।

এর আগে গত ১ অক্টোবর মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে বদির আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২১ আগস্ট রমনা মডেল থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আব্দুস সোবহান সম্পদের তথ্য গোপন করার অভিযোগে বদির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পরে ২০১৫ সালের ৭ মে মামলার চার্জশিট গঠন করা হয়। বদি ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এফএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।