দক্ষতা ছাড়াই কাজ করছেন ৪১ শতাংশ কর্মী
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অভাবে বাংলাদেশে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা যাচ্ছে না। ফলে প্রায় ৪১ শতাংশ কর্মী পেশাগত দক্ষতা ছাড়াই কাজ করছেন। ‘সবার জন্য শিক্ষা জাতীয় পর্যালোচনা বাংলাদেশ ২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস) ভবনে এ প্রতিবেদন প্রকাশ করে ইউনেস্কো ঢাকা অফিস।
প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের সাধারণ শিক্ষা ও পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য কোনো প্রশিক্ষণ নেই। পেশাগত দক্ষতা বাড়াতে কয়েক দফা সুপারিশ তুলে ধরেছে ইউনেস্কো।এছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক সামাজিক নিরাপত্তা ও শোভন কাজের জন্য কর্মীর অধিকারকে বিবেচনা করে গতিশীল শ্রমবাজারের প্রতি মনোযোগ দিয়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অর্থনীতিকে ভিত্তি করে দক্ষতা উন্নয়নের রূপরেখা তৈরির প্রয়াস নিতে হবে।
এ ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০০৯ সালে ১ শতাংশেরও কম শিক্ষার্থী কারিগরি শিক্ষায় শিক্ষিত হতো। বর্তমানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সরকার গুরুত্ব দেওয়ায় এ সেক্টরে গুণগত পরিবর্তন এসেছে। বর্তমানে মোট শিক্ষার্থী ১০ শতাংশের বেশি কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষা নিচ্ছে। ২০২০ সালের মধ্যে আশা করছি, আমরা এ হার ২০ শতাংশে উন্নীত করতে পারব।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কলেজসহ বর্তমানে ৭ হাজারের বেশি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলছে। কারিগরি শিক্ষায় মেয়েদের শিক্ষিত করতে ২০ শতাংশ কোটা পদ্ধতি চালু করেছে বর্তমান সরকার।
জেডএইচ/পিআর