পান্থপথে গ্যাসলাইনের লিকেজ মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৪

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২২ নভেম্বর ২০২০

রাজধানীর পান্থপথে তিতাস গ্যাসলাইনের লিকেজ মেরামতের সময় বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন।

রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের বিকেল সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

দগ্ধরা হলেন- আব্দুল্লাহ (৫৫), আজিম (৪০), রুহুল আমিন (৪০) এবং পথচারী জাফর (৩০)।

তিতাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম জানান, স্থানীয়রা জানিয়েছেন গ্রিন রোডের পান্থপথে গ্যাস লিকেজ হয়েছে। খবর পেয়ে দ্রুত মেরামত টিমকে পাঠানো হয়। টিমের সদস্যরা সেখানে গিয়ে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে আমাদের তিনজন সদস্য দগ্ধ হন। তাদের মধ্যে আব্দুল্লাহ আমাদের স্টাফ, আজিম এবং রুহুল আমিন ডে লেবার। আরেকজন পথচারী।

তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনাটি প্রকৃতপক্ষে কী কারণে ঘটেছে, তা এখনও জানা যায়নি। মূলত তিতাস গ্যাস লিকেজ নাকি অন্য কোনো কারণ রয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া দগ্ধের ঘটনাটি নিশ্চিত করে জানান, পান্থপথ থেকে চারজন বার্নে এসেছে। তাদের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।