৪ শিবির কর্মীকে পিটিয়ে পুলিশে দিয়েছে রাবি ছাত্রলীগ


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ১০ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হল থেকে চারজন শিবির কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতাররা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ, ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান ও আবু সাঈদ এবং গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদ্দাম। তাদের মধ্যে রাকিবুলের অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
    
হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, সোমবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান রাসেল, তন্ময়ানন্দ অভি ও ছাত্রলীগ কর্মী শোয়াইব হোসেন সোহাগের নেতৃতে হলের ১২৬ ও ১২৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ ও রাকিবুলকে শিবির সন্দেহে ধরে হলের অতিথি কক্ষে নিয়ে আসা হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য রড ও লাঠি দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। তারা নিজেদের শিবির ‘সমর্থক’ বলে স্বীকার করেন। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এরপর রাত ১২টার দিকে হলের ১৪২ ও ৪৩৮ নম্বর কক্ষ থেকে অপর দুই শিক্ষার্থী আবু সাঈদ ও সাদ্দামকে ধরে আনে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের একজনের ল্যাপটপে ‘জামায়াতে ইসলামী’ লেখা বই পাওয়া যায়। তাদের অতিথি কক্ষে কিছুক্ষণ আটকে রাখার পর পুলিশে সোপর্দ করা হয়।

রাবি ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান রাসেল জাগো নিউজকে বলেন, তারা সবাই শিবির কর্মী। এটা তারা নিজে মুখে স্বীকারও করেছেন। তাই তাদের ধরে পুলিশে দেয়া হয়েছে।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জাগো নিউজকে বলেন, আটকদেরকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রাশেদ রিন্টু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।