আবারো ভারতে ম্যাগি নুডলস বিক্রি
৫ মাস নিষিদ্ধ থাকার পর আবারো ভারতে জনপ্রিয় ম্যাগি নুডলস বিক্রি শুরু হয়েছে। নুডলসটির প্রস্তুতকারক নেসলে ইন্ডিয়ার পক্ষ থেকে টুইট বার্তার মাধ্যমে এ কথা জানানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নেসলে ইন্ডিয়ার পক্ষ থেকে টুইট বার্তায় বলা হয়েছে, আপনাদের প্রিয় ম্যাগি নুডলস আবারও ফিরে এসেছে। ভোক্তাদের কাছে ম্যাগি নুডলস তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
এ বছরের শুরুর দিকে ম্যাগির কয়েকটি পরীক্ষায় বেশি মাত্রার সীসার উপস্থিতি পাওয়া যাওয়ার পর খাদ্য নিরাপত্তা ও মান নির্ণায়ক কর্তৃপক্ষ এফএসএসএআই- এর নির্দেশে বাজারে নিষিদ্ধ হয় ম্যাগি নুডুলসের বেচা-কেনা।
এর বিরুদ্ধে বম্বে হাইকোর্টের শরণাপন্ন হয় নেসলে। আদালত তিনটি পরীক্ষাগার নির্দিষ্ট করে দিয়েছিল। এগুলোতে ছাড়পত্র পেলে ম্যাগিকে আবার বাজারে আসার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছিল আদালত।
ফলে নির্দেশানুযায়ী, পুরোনো ম্যাগির সব প্যাকেট বাজার থেকে তুলে নিয়েছিল নেসলে কর্তৃপক্ষ। এখন সবক’টি পরীক্ষাগারেরই ছাড়পত্র পাওয়ার কথা জানিয়ে নেসলে আবার ম্যাগি বিক্রি শুরু করল।
জেডএইচ/এমএস