দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করেছে বেরসকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ক কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার রাতে এ ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে স্কুল-২ পর্যায়ে পাস করেছে ৭১৯ জন। পাসের হার ৮৬ শতাংশ।

স্কুল পর্যায়ে পাস করেছে ২৪ হাজার ৭৪৩ জন, পাসের হার ৭৭ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া কলেজ পর্যায়ে পাস করেছে ২১ হাজার ৫৭৭ জন, পাসের হার ৭৬ দশমিক ৪৮ শতাংশ।

যারা পাস করেছেন তাদের মোবাইল ফোনে এসএসএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হচ্ছে। এছাড়া http://ntrca.teletalk.com.bd%20/ এই ওয়েবসাইটে ফলাফল দেয়া হয়েছে।

কিন্তু ফল প্রকাশের পর থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে বিঘ্ন ঘটছে। প্রসঙ্গত, গত ২৮ ও ২৯ অক্টোবর সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এনএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।