বার্সেলোনায় বাংলা স্কুলের বই বিতরণ উৎসব ও আলোচনা সভা


প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

স্পেনের বার্সেলোনাতে আন্তর্জাতিক বাংলা স্কুলের বই বিতরণ উৎসব ২০১৫-১৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উক্ত অনুষ্ঠানে স্কুলের প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। বাংলা স্কুলের কার্যালয় এসকোলা পিয়ার প্রাঙ্গনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি বাঙালি কমিউনিটির একটি উৎসবে পরিণত হয়।

মাতৃভাষা বাংলা ও অন্যান্য নতুন পাঠ্যবই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। বই বিতরণ অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা স্কুলের সহ-সভাপতি শাহ আলম স্বাধীনের সভাপতিত্বে এবং স্কুলের ইংরেজি শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বার্সেলোনা পৌর কাউন্সিলর ড. উমা জামসেদ, প্রফেসরা মারিয়া, বাংলা স্কুলের উপদেষ্টা আলাউদ্দিন হক, আউয়াল ইসলাম, মাহারুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, তৌফিকুজ্জামান সহজ, নজরুল ইসলাম, কামরুল মোহাম্মদ প্রমুখ। এছাড়া স্কুলের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিভাবকবৃন্ধ উপস্থিত ছিলেন। বক্তাগণ প্রবাসের প্রতিকূল পরিস্থিতিকে জয় করে বাংলা স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধিও সাফল্য কামনা করেন।

"
বই বিতরণ কার্যক্রম সফল করতে বিশেষভাবে সহযোগিতা করেছেন স্পেনের বাংলাদেশ অ্যাম্বাসির কাউন্সিলর মো. শাখাওয়াত হোসাইন, শফিক খান, আবু সুফিয়ান, জুয়েল আহমেদ।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত স্কুলের ভর্তি কার্যক্রম শুরু হয় এবং গত ১৮ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ ২০১৫-২০১৬ এর ক্লাশ শুরু হয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।