চট্টগ্রামে অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

চট্টগ্রামে অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার নগরীর পাহাড়তলী সিডিএ মার্কেট থেকে এসব দোকান  উচ্ছেদ করা হয়।

সিডিএর নিজস্ব জায়গায় এসব দোকান অবৈধভাবে গড়ে উঠেছিল।  সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নুন  উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। নগর পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেওয়া ‘পেশকার’ ফয়েজ আহমদ জানান, সিডিএ মার্কেটের সামনে ও সীমানার ভেতর অবৈধভাবে গড়ে তোলায় দোকানগুলো উচ্ছেদ করা হয়। এ সময় ১৮ জনের কাছ থেকে ২১ হাজার ৬০০ টাকা ক্ষতিপূরণ ও ১৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জীবন মুছা/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।