গানের নতুন পাখি আলফিনা জানি


প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

গানের শুরুটা পরিবার থেকেই। ছোট বেলা থেকে একাধিক ওস্তাদের কাছে গান শিখেছেন। নিজেকে তৈরি করেছেন একজন দক্ষ সংগীত শিল্পী হিসেবে। স্বপ্ন গানের ভুবনে প্রতিষ্ঠা পাওয়া। তিনি সময়ের প্রতিশ্রুতিশীল গায়িকা আলফিনা জানি।

গান শেখার বয়স থেকেই মনে মনে একটা বাসনা জন্ম নেয় তার। সেটি হলো তিনি তার জীবনের প্রথম গানটা বাপ্পা মজুমদারকে দিয়ে সুর করাবেন। সেই প্রতিক্ষায়ই দিন কাটাতে থাকেন তিনি। এরপর চলে আসে সেই স্বপ্ন পুরনের দিন। কথা হয় বাপ্পা মজুমদারের সাথে। বাপ্পা মজুমদার তার কন্ঠের প্রশংসা করেন। এবং নিয়ে নেন তার জন্য গান সুর করার দায়িত্ব।

তিনি আলফিনা জানি। এই প্রজন্মের সম্ভাবনাময় একজন সংগীত শিল্পী। সম্প্রতি তার প্রথম একক অ্যালবাম ‘চলো হারাই’ প্রকাশ পায় দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ব্যানারে। তার এই অ্যালমের মোড়ক উন্মোচন করেন তার সেই স্বপ্নের মানুষ বাপ্পা মজুমদার। সাথে ছিলেন ক্রিকেটার আশরাফুল, সিডি চয়েসের কর্নধার জহিরুল ইসলাম সোহেল।

নিজের এই অ্যালবাম এবং গানের রাজ্যে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলফিনা জানি বলেন, ‘চলো হারাই অ্যালবামের মধ্য দিয়ে আমার স্বপ্ন এবং চাওয়া দুটোই পুরণ হলো। আমার প্রথম অ্যালবামেই আমি বাপ্পা মজুমদারকে পেয়েছি।  যেহেতু ছোট বেলা থেকে এখনো পর্যন্ত গান শিখে যাচ্ছি সেহেতু চাইবো প্রতিটা গানই ভালোভাবে করে তারপর শ্রোতাদের হাতে দিতে। যাতে শ্রোতাদের মন জয় করতে পারি। আর শ্রোতারা আমাকে গ্রহণ করলেই আমার মাঝে শিল্পী স্বত্বা পুরোপুরি তৈরি হবে।’

চলো হারাই অ্যালবামে মোট আটটি গান রয়েছে। গানগুলো লিখেছেন শফিক তুহিন, শাহান কবন্ধ, এফ এইচ সরকার স্বপ্নীল এবং রবিউল ইসলাম জীবন। পুরো অ্যালবামের সুর করেছেন বাপ্পা মজুমদার এবং ওয়াহিদুর রহমান মাসুম আর সংগীতায়জন করেছেন- ওয়াহিদুর রহমান মাসুম এবং কামরুজ্জামান সুজন।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।