প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষকসহ ৬ জনের দণ্ড


প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষকসহ ছয়জনের দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গাংনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দেউলী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আজমল হোসেন সবুজ (৪০), গুজিয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ও মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সাজু (৩২), মোকামতলা চাকলমা পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪২), দেউলী লক্ষ্মীকোলা গ্রামের জয়ন্ত কুমার সরকারের ছেলে প্রবীর মোহন্ত (৪০)। অভিযুক্তদের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
 
এছাড়াও কম্পিউটার ও ফটোকপির দোকান মালিক মোকামতলা লস্কারপুর গ্রামের কেরামত আলীর ছেলে মুকুল মিয়াকে (৪০) ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দেউলী ইউনিয়নের বাসিলা গ্রামের মৃত মনি রাম সাহার ছেলে ভবেশ রাম সাহাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই বাসির উদ্দিন জানান, মোকামতলা জেএসসি পরীক্ষা কেন্দ্রে ইসলাম ধর্ম বিষয়ে পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র বাইরে এনে ওই কম্পিউটার ও ফটোকপির দোকানে উত্তরপত্র তৈরির সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান হাতেনাতে আটক করে। পরে পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৯০ সালের ৯ ও ১৩ ধারার অনুয়ায়ী তাদের বিরুদ্ধে এ রায় দেন।

লিমন বাসার/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।