বিএনপি নির্বাচনে না এলে কিছুই করার নেই ইসির


প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে কিছুই করার নেই। আমাদের দায়িত্ব নির্বাচন দেওয়া। কে নির্বাচনে অংশগ্রহণ করল না করল এটি আমাদের দেখার বিষয় নয়। আসন্ন পৌর নির্বাচনে কোনো দল অংশগ্রহণ না করলে ইসি কোনো উদ্যেগ নেবে না।

নির্বাচন কমিশন সচিবালয়ে সোমবার নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সচিব আরো বলেন, বর্তমানে ৪০টি দল নিবন্ধিত রয়েছে। সবাইতো নির্বাচনে অংশ নেবে না। বিএনপি যদি অংশ না নেয় আমাদেরও কিছু করার নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যে আইন করবে সেই অনুযায়ী ইসি নির্বাচন পরিচালনা করবে।

সিরাজুল ইসলাম বলেন, দ্রুত অধ্যাদেশ আইন আমাদের কাছে এলে এ সপ্তাহের মধ্যে আমরা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করব। আশা করছি ডিসেম্বরের শেষে আমরা পৌরসভা নির্বাচন দিতে পারব।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।