দেশে আইএসের অস্তিত্ব নেই : বেনজির
বাংলাদেশে ইসলামী জঙ্গি সংগঠন আইএসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে দাবি করেছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।
তিনি বলেন, চলতি বছরের শুরুতে ইংল্যান্ড এবং ভারত থেকে দুটি দল নাশকতার জন্য এসেছিলো। তাদের গ্রেফতার করা হয়েছে। এতে প্রমাণ করে না যে দেশে আইএস আছে।
সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউজে এক প্রেসব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, খুলনা রেঞ্জ ডিআইজি মো. মনিরুজ্জামান মনি, কেএমপির কমিশনার নিবাস চন্দ্র মাঝি, র্যাব-৬, খুলনার পরিচালক (সিও) খন্দকার রফিকুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামাল প্রমুখ।
বেনজির আহমেদ বলেন, দেশে যে আইএস পাওয়া গেছে তা যাত্রাবাড়ী ও টঙ্গীতে তৈরি। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আইএসের পোস্ট দিয়েছে তারা এই দুই জায়গা থেকেই দিয়েছে।
সাম্প্রতিক সময়ে সংঘটিত আলোচিত আটটি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডে মাধ্যমে নতুন আঙ্গিকে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ২০১৩ সালে এই ধরণের অপচেষ্টাকে রুখে দেয়া হয়েছিলো। এবারও রুখে দেয়া হবে।
এক প্রশ্নের জবাবে বেনজির আহমেদ বলেন, র্যাব একটি সু-সংগঠিত বাহিনী। এই বাহিনী চলতি বছর ৫৭ জন জেএমবি, ১০৯ জন জঙ্গিকে গ্রেফতার করেছে। আর এ গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আর খুলনার মানুষ যাতে আতঙ্কমুক্ত হয়ে চলাফেরা করতে পারে সে বিষয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে।
পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, যারা নিহত হয়েছেন তাদের হাতের অস্ত্রে গুলি ছিলো কিন্তু তারা কেনো গুলি করেনি। তারপরও তা তদন্ত করে দেখা হচ্ছে।
আলমগীর হান্নান/এআরএ/পিআর