রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ জন বহিষ্কার


প্রকাশিত: ১১:৪২ এএম, ০৯ নভেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রথম দিনে এ-ইউনিটের চারজনকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন, শাহরিয়ার হুসাইন, গৌতম চন্দ্র পাল, মাহবুবুর রহমান সজীব ও আব্দুল্লাহ মুকিত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বলেন, এ-ইউনিটের পরীক্ষা চলাকালে নামের সমস্যা, প্রশ্নপত্রে দাগাদাগি ও কথোপকথনের অভিযোগে ওই চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তবে এ বছর অন্যান্য বছরের তুলনায় সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে মনে করেন তিনি।

সোমবার এ ও বি ইউনিটে মোট চারটি সিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ-ইউনিটের দুইটি সিফটে ১৯ হাজার ৫১৯ জন এবং বি-ইউনিটের দুই সিফটে ১৬ হাজার ৪১১ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন।

রাশেদ রিন্টু/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।