বাসের ধাক্কায় জেএসসি পরীক্ষার্থীসহ নিহত ২


প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৯ নভেম্বর ২০১৫

মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়া মোড়ায় সামসু ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক জেএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ২য় ধলেশ্বরী সেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রিফাত তালুকদার (১৪) এবং রিকশাচালক আইন উদ্দিন (৪০)।

এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে দেড় ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ এসে পরিস্থতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে জেএসসি পরীক্ষার্থী রিফাত তালুকদার তার মামা জিসান আহম্মেদ এর সঙ্গে পরীক্ষাকেন্দ্র যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়া মোড়ায় পৌঁছালে পিছন থেকে স্বদেশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিফাত মারা যায়। আহত অবস্থায় রিকশাচালক আইন উদ্দিন ও জিসানকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে আইন উদ্দিন (৪০) মারা যায়। তার গ্রামের বাড়ি ময়মসিংহ। আহত অবস্থায় জিসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।