সিলেটে ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতা গ্রেফতার


প্রকাশিত: ১১:১১ এএম, ০৯ নভেম্বর ২০১৫

সিলেট নগরের তালতলা থেকে মহানগর ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বেলা আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন, ছাত্রদল নেতা কালা জামাল ও ইমাদ উদ্দিন চৌধুরী। আটকের পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে জামাল ১নংওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও ইমাদউদ্দিন ছাত্রদলের নেতা। এরা দুজনই ছাত্রদল নেতা জিল্লুর রহমান ওরফে জিলু হত্যা মামলার আসামি। এ ঘটনার পর তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জাগো নিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে।

ছাত্রদলের একটি সূত্র জানায়, সোমবার সকালে মামলার হাজিরা দিতে আদালতে যান জামাল ও ইমাদ। হাজিরা শেষে বেলা আড়াইটার দিকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।