গণগ্রেফতার পর্যবেক্ষণ করছে বিএনপি : রিপন


প্রকাশিত: ১১:০৮ এএম, ০৯ নভেম্বর ২০১৫

হঠাৎ করে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন গণগ্রেফতার পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে গনগ্রেফতার অভিযান পরিচালনা করছে কিনা পর্যবেক্ষণ করে সে বিষয়ে শিগগিরই প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

সোমবার বিকেলে  নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত কয়েকদিনে বিএনপির দুই হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে রিপন বলেন, ১/১১ সরকারের মতো বর্তমান সরকার বিএনপিকে নির্মূল করতে চাইছে।

ক্ষমতায় এসে আওয়ামী লীগ নিজেদের সব মামলা প্রত্যাহার করলেও নতুন করে হয়রানিমূলক আরো মামলা দিয়ে বিএনপিকে কোনঠাসা করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

রিপন বলেন, আদালত থেকে অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসার জন্য দলের ভাইস চেয়ারম্যান গেলেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে তাকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা আইনসিদ্ধ নয় বলে মনে করে বিএনপি।

এমএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।