ওবামার সঙ্গে নেতানিয়াহুর বৈঠক


প্রকাশিত: ১০:২৯ এএম, ০৯ নভেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার বৈঠকে বসছেন। ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির ঘটনায় সম্পর্কের অবনতি হওয়ার পর প্রথমবারের মতো এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে চলে আসা সহিংসতার মধ্যে ওয়াশিংটনে এ বৈঠক হতে যাচ্ছে। সোমবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছুরিকাঘাতের সময় এক ফিলিস্তিনি গুলিতে নিহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক সাহায্য জোরদার করতে চান নেতানিয়াহু। আলোচনার ফলে বার্ষিক সাহায্য তিন দশমিক ১ বিলিয়ন থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলারের উন্নীত করার পথ প্রশস্ত হবে।

গত জুলাই মাসে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পর নেতানিয়াহু ও ওবামার মধ্যে সম্পর্কের অবনতি হয়। ইরানের সঙ্গে করা ওই চুক্তির বিরোধিতা করেছিল ইসরায়েল।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।