বনানীতে সমাহিত হচ্ছেন আসমা কিবরিয়া


প্রকাশিত: ১০:২৬ এএম, ০৯ নভেম্বর ২০১৫

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী প্রখ্যাত চিত্রশিল্পী আসমা কিবরিয়াকে আজ সন্ধ্যায় বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার প্রথম নামাজে জানাযা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা সন্ধ্যায় বনানী কবরস্থানে অনুষ্ঠিত হওয়ার পর সেখানেই তাকে সমাহিত করা হবে।  
সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়া, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক ও চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এএসএস/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।