রাবি উপাচার্যের পরীক্ষার হল পরিদর্শন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করছেন উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন। পরিদর্শনকালে বিশ্ববিদালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ এ ও বি ইউনিটের ডিন এবং বিভাগীয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষার হল পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে শিক্ষার্থীরা নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিচ্ছে। ভর্তি প্রক্রিয়ার সকল স্তর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে। বিশেষ করে ভুয়া পরীক্ষার্থী ও জালিয়াতি রোধে ডিজিটাল ছবি নেয়ার ফলে একই ছবি শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আগামীতে এই পদ্ধতি আরো উন্নত করা হবে বলেও তিনি বলেন।
এ সময় তিনি ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
রাশেদ রিন্টু/এসএস/এমএস