শিশুর ওপর আনসার সদস্যের বীভৎসতা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১২ নভেম্বর ২০২০

চট্টগ্রাম নগরে শিশুকে পায়ুপথে লাঠি ঢুকিয়ে নির্যাতনের অভিযোগে এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নগরের কোতোয়ালী থানাধীন পাথরঘাটার গঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আনসার সদস্যের নাম রুবেল সরদার (৩৫)। তিনি ২০১২ সাল থেকে আনসার বাহিনীতে কর্মরত আছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নির্যাতনের শিকার শিশুটির নাম আপন ধর (১২)। তিনি গঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তার অপারেশন চলছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জাগো নিউজকে বলেন, পাথরঘাটার গঙ্গাপাড়ায় একটি বাড়িতে খেলতে গিয়ে আনসার সদস্যের বীভৎসতার শিকার হয়েছে ওই শিশু। খেলতে থাকা শিশুকে একটি সম্পত্তি পাহারায় নিয়োজিত আনসার সদস্য রুবেল সরদার পায়ুপথে লাঠি দিয়ে আঘাত করেছেন। এতে আহত হয় শিশুটি। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠনো হয়েছে।

ঘটনায় জড়িত আনসার সদস্য রুবেলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান ওসি মহসিন।

আবু আজাদ/এইচএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।