রাবির ১১ নভেম্বর তারিখের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৯ নভেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণিতে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আসন বিন্যাস জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় আগামী ১১ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে ১০টা এফ ইউনিটের বিজোড় এবং সকল অবিজ্ঞান রোল নম্বর, বেলা ১১টা থেকে ১২টা এফ ইউনিটের জোড় রোল নম্বর, দুপুর ১টা থেকে ২টা ওই ইউনিটের বিজোড় রোল নম্বর এবং বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে ৪টা ওই ইউনিটের জোড় রোল নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

`এফ` ইউনিটের বিজোড় এবং সকল অবিজ্ঞান রোল নম্বরের আসন বিন্যাস :
রোল ১০০০১ থেকে ১৪৩৮১ তৃতীয় বিজ্ঞান ভবন, ১৪৩৮৩ থেকে ১৭৯৮৯ দ্বিতীয় বিজ্ঞান ভবন, ১৭৯৯১ থেকে ১৯৭২৭ প্রথম বিজ্ঞান ভবন, ১৯৭২৯ থেকে ২২৪০১ চতুর্থ বিজ্ঞান ভবন, ২২৪০৩ থেকে ২৪৮১৫ রবীন্দ্র কলাভবন এবং সকল অবিজ্ঞান রোল ৫০০০১ থেকে ৫১০২৯ রবীন্দ্র কলাভবন, ৫১০৩০ থেকে ৫২১১৬ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, ৫২১১৭ থেকে ৫৩১০৮ শহীদুল­াহ কলাভবন ও ৫৩১০৯ থেকে ৫৩৩৯০ মমতাজউদ্দিন কলাভবন।

`এফ` ইউনিটের জোড় রোল নম্বরের আসন বিন্যাস :
রোল ১০০০২ থেকে ১৪৩৮২ তৃতীয় বিজ্ঞান ভবন, ১৪৩৮৪ থেকে ১৭৯৯০ দ্বিতীয় বিজ্ঞান ভবন, ১৭৯৯২ থেকে ১৯৭২৮ প্রথম বিজ্ঞান ভবন, ১৯৭৩০ থেকে ২২৪০২ চতুর্থ বিজ্ঞান ভবন এবং ২২৪০৪ থেকে ২৪৮১৬ রবীন্দ্র কলাভবন।

`এইচ` ইউনিটের বিজোড় রোল নম্বরের আসন বিন্যাস :
রোল ১০০০১ থেকে ১১৭১৫ প্রথম বিজ্ঞান ভবন, ১১৭১৭ থেকে ১৫৩৪৭ দ্বিতীয় বিজ্ঞান ভবন, ১৫৩৪৯ থেকে ১৯৮২১ তৃতীয় বিজ্ঞান ভবন, ১৯৮২৩ থেকে ২২৭৩১ চতুর্থ বিজ্ঞান ভবন, ২২৭৩৩ থেকে ২৭০৭১ রবীন্দ্র কলাভবন, ২৭০৭৩ থেকে ২৯৪৭৭ মমতাজউদ্দিন কলাভবন, ২৯৪৭৯ থেকে ৩১৪০৩ শহীদুল্লাহ কলাভবন এবং ৩১৪০৫ থেকে ৩৩২৫৯ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন।

`এইচ` ইউনিটের জোড় রোল নম্বরের আসন বিন্যাস :
রোল ১০০০২ থেকে ১১৭১৬ প্রথম বিজ্ঞান ভবন, ১১৭১৮ থেকে ১৫৩৪৮ দ্বিতীয় বিজ্ঞান ভবন, ১৫৩৫০ থেকে ১৯৮২২ তৃতীয় বিজ্ঞান ভবন, ১৯৮২৪ থেকে ২২৭৩২ চতুর্থ বিজ্ঞান ভবন, ২২৭৩৪ থেকে ২৭০৭২ রবীন্দ্র কলাভবন, ২৭০৭৪ থেকে ২৯৪৭৮ মমতাজউদ্দিন কলাভবন, ২৯৪৮০ থেকে ৩১৪০৪ শহীদুল্লাহ কলাভবন এবং ৩১৪০৬ থেকে ৩৩২৬০ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd থেকে জানা যাবে। ক্যাম্পাসের প্রবেশপথ ও পরীক্ষা কেন্দ্রের কাছে স্থাপিত নোটিশ বোর্ডেও তা টানানো থাকবে।

রাশেদ রিন্টু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।