চাকরি দেয়ার নামে নারীপাচার বন্ধ ও শাস্তির দাবি
সিরিয়া, লেবানন, জর্ডান, সৌদি আরবসহ বিদেশে চাকরি দেয়ার নামে নারীপাচার বন্ধ, পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিত নারীদের পুনর্বাসন করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, চাকরি দেয়ার কথা বলে নারীদের সিরিয়া নিয়ে যৌনদাসী ও গৃহকর্মী হিসাবে বিক্রি করে দেয়া হচ্ছে। সম্প্রতি সিরিয়া-প্রত্যাগত তিন ভুক্তভোগী নারীর ভাষ্য থেকে জানা গেছে- যুদ্ধকবলিত সিরিয়ার বিভিন্ন শহরে অন্তত কয়েকশ` বাংলাদেশি নারীকে যৌনকর্মী হিসাবে বিক্রি করে দেয়া হয়েছে। তারা সেখানে অমানবিক ও অমর্যাদাকর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।
যৌনকর্মী হিসাবে বিক্রি হওয়া নারীর সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এ সময় তারা চাকরি দেওয়ার নামে এসব প্রতারক পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিত নারীদের পুনর্বাসনের দাবি জানান।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা সামসুন্নাহার জ্যোৎস্না, সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, সংগঠনের ঢাকা নগর কমিটির সদস্য রুখসানা আফরোজ প্রমুখ।
এএস/আরএস/পিআর