এশিয়ান টিভির নতুন বার্তা প্রধান আনিস আলমগীর
এশিয়ান টিভিতে নতুন বার্তা প্রধান হিসেবে যোগ দিতে যাচ্ছেন প্রখ্যাত সাংবাদিক ও জনপ্রিয় উপস্থাপক আনিস আলমগীর। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে সোমবার প্রথম অফিস করবেন তিনি।
এর আগে আনিস আলমগীর আজকের কাগজে কর্মরত ছিলেন। আজকের কাগজে থাকা অবস্থায় তিনি ইরাক, আফগানিস্তান যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইভেন্ট কাভার করেন। ইরাক যুদ্ধের সময় প্রায় দুইমাস যুদ্ধক্ষেত্রে থেকেও সংবাদ সংগ্রহ করেন আনিস।
আজকের কাগজ ছাড়ার পর বিশেষ প্রতিনিধি (কুটনৈতিক ও রাজনীতি) হিসেবে যোগ দেন চ্যানেল আইয়ে। এরপর ২০০৭ সালে বিশেষ প্রতিবেদক হিসেবে যোগ দেন বৈশাখী টিভিতে। এরপর অল্প সময়ের জন্যে মোহনা টেলিভিশনে সিইও হিসেবে যোগ দেন। পরে বার্তা প্রধান হিসেবে যথাক্রমে কাজ করেন আরটিভি ও বৈশাখী টেলিভিশনে।
এছাড়াও ইংরেজী দৈনিক দ্যা ইন্ডিপেন্ডেন্টের কুটনৈতিক প্রতিবেদক ও দ্যা মর্নিং সান পত্রিকার স্টাফ করেসপন্ডেন্টও ছিলেন আনিস আলমগীর।
এশিয়ান টিভির আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই কৃতি ছাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবে দীর্ঘদিন শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।
এসকেডি/এআরএস/এমএস