নোয়াখালীতে বিএনপি-জামায়াত কর্মীসহ আটক ১২০


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ০৯ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৮  নেতা-কর্মীসহ বিভিন্ন মামলায় ১২০ জনকে আটক করা হয়েছে।

সহাকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নবজ্যোতি খিসা চাকমা জাগো নিউজকে জানান, গত ৪৮ ঘণ্টায় জেলা সদর, চাটখিল, সেনবাগসহ বিভিন্ন উপজেলায় পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের ২৮ জনকে আটক করে। এছাড়া বিভিন্ন মামলায় পলাতক, সাজাপ্রাপ্তসহ ৯২ জনকে আটক করা হয়।

বিএনপি ও জামায়াতের মধ্যে নোয়াখালীর চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইফুল্লাহ, ৬নং পাঁচগাও ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল মতিনসহ আটক ৫, সেনবাগ উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নেওয়াজ, সেনবাগ উপজেলা ছাত্রশিবিরের বায়তুল সম্পাদক মো. ফারুকসহ চারজন এবং সদরের সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিম উদ্দিনসহ ১৯ জন।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এসএম আশরাফুজ্জামান জাগো নিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান এ অভিযান অব্যাহত থাকবে।

মিজানুর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।