সপ্তাহের প্রথম কর্মদিবসে বন্দরনগরীতে তীব্র যানজট
সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ রোববার প্রচণ্ড যানজটের মধ্যে পড়েছেন বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। যানজটে কার্যত থমকে গেছে মহানগর। দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
চট্টগ্রামের বিভিন্ন সড়ক ঘুরে এবং প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, নগরের বিভিন্ন সড়কে আজ সকাল থেকে প্রচণ্ড যানজট দেখা দেয়। অভ্যন্তরীণ সড়কগুলোতেও একই চিত্র।
যানজটের কারণে সড়কে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এতে কখনো গাড়ির চাকা যাচ্ছে থমকে, কখনো ঘুরেছে ধীরগতিতে। যানজটের কবলে পড়ে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন যাত্রী ও গাড়িচালকরা। ঘণ্টার পর ঘণ্টা তারা সড়কেই কাটাচ্ছেন।
বেলা সাড়ে ১১টার দিকে নগরের লালদিঘী মোড় এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে যানবাহনের দীর্ঘ সারি। দীর্ঘ এই যানজট কোতোয়ালী মোড় থেকে বকশিবিট পর্যন্ত ছাড়িয়ে গেছে। গাড়িচালকরা একে অপরের সাথে তর্কে লিপ্ত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কোনো সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।
সকাল সাড়ে ১০টার দিকে মুরাদপুরের চিত্রও ছিল একই রকম। ফ্লাইওভারের দুই পাশেই হিউম্যান হলারগুলোকে নিয়মনীতির তোয়াক্কা না করেই যাত্রী ওঠাতে দেখা গেছে। এ কারণে মুরাদপুর মোড় থেকে রেললাইন এবং অপরপাশে মির্জারপোল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
এদিকে নগরের সিমেন্ট ক্রসিং থেকে চট্টগ্রাম ইপিজেড পর্যন্ত সড়কে সকাল থেকে তীব্র যানজট দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। নগরীর প্রবেশদ্বার কাপ্তাই রাস্তার মাথা ও অক্সিজেন মোড়েও যানবাহনের জটলা দেখা গেছে।
প্রতিদিনের চাইতে অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ করা গেছে নগরীর বহদ্দারহাট, নিউমার্কেট, ইপিজেড, স্টেশন রোড, ফ্রি-পোর্ট, মুরাদপুর, আগ্রাবাদ মোড়, দুই নম্বর গেট, জিইসি মোড়সহ নগরের ব্যস্ত সড়কগুলোতে।
তবে নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ শহীদুল্লাহ জাগো নিউজকে বলেন, সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় রাস্তায় চাপ আছে। বিকল্প সড়কগুলোতেও এর প্রভাব পড়ছে। এরপরও ট্রাফিক বিভাগ পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে যাচ্ছে।
আবু আজাদ/বিএ/পিআর