বাণী-বচন : ০৯ নভেম্বর ২০১৫
বাণী
আমার বিশ্বাস, আমরা যতই মহত্ত্ব উপার্জন করিতে থাকিব, আমাদের হৃদয়ের বল যতই বাড়িয়া উঠিবে, আমাদের দেশের বীরগণ ততই পুনর্জীবন লাভ করিবেন।
-রবীন্দ্রনাথ ঠাকুর
বাইরের যুদ্ধের চেয়ে ভিতরের যুদ্ধ কত দুরন্ত দুর্বার। রণজিৎ অনেকেই হতে পারে, কিন্তু মনজিৎ ক’জন হয়?
-কাজী নজরুল ইসলাম
বচন
যদি বর্ষে মাঘের শেষ,
ধন্য রাজার পুণ্য দেশ।
অর্থ: মাঘের শেষের বৃষ্টিপাতে রাজা ও দেশের কল্যাণ হয়- এ কথা বোঝাতে বলা হয়।
এইচআর/এমএস