বাংলালায়নের সম্পত্তি ও শেয়ার হস্তান্তরে হাইকোর্টের নিষেধাজ্ঞা
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেডের স্থাবর-অস্থাবর সম্পত্তি ও শেয়ার হস্তান্তর না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কোম্পানিটির অবসায়ন চেয়ে ফারইস্ট ইসলামিক লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলেও জানিয়েছেন আদালত।
এছাড়া ব্যাংক, অর্থিক প্রতিষ্ঠান, ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক অথবা একই জাতীয় প্রতিষ্ঠানে থাকা বাংলালায়নের ব্যাংক অ্যাকউন্ট থাকা অর্থ ও জামানত উত্তেলনের উপর তিন মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
কোম্পানি আইন, ১৯৯৪ এর ২৪১ ও ২৪৫ ধারায় বাংলালায়নের বন্ড গ্রাহক ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আবেদনের শুনানি শেষে গত ১৮ অক্টোবর এই আদেশ দেন হাইকোর্টের বিচারক। এর পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংশ্লিষ্ট কোর্ট থেকে লিখিত আদেশটি গণমাধ্যমের কাছে আসে।
হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এই আদেশ দেন। আদালতের শুনানিতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, মো. সাইফুল ইসলাম সাইফ ও ইমরান আলী।
একইসঙ্গে বাংলালয়নের অবসায়ন চেয়ে ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আবেদননটি কেন গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে রোববারের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর উপযুক্ত জবাব না পেলে ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আবেদননটি গ্রহণ করে বাংলালায়নের অবসায়নের ব্যপারে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হবে বা এ ব্যপারে প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে বলেন আদালত। ২০১২ সালে বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেডের ৫০ কোটি টাকার বন্ড কিনে নেয় ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এফএইচ/এসএস/জেআইএম