ব্রহ্মপুত্রে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ


প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৮ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে রফিকুল ইসলাম (৩৮) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নে চিকিরপটল এলাকায় এ ঘটনা ঘটে। রফিকুল উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ভাসারপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘুড়িদহ ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষা প্রকল্পের সিসি ব্লক তৈরির কাজ করছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বেলা পৌনে ১১টার দিকে ৩০ জন শ্রমিক বালি বোঝাই নৌকা নিয়ে বাঁধে যাওয়ার সময় চিকিরপটল এলাকায় নৌকাটি ডুবে যায়। এ সময় নিখোঁজ হন রফিকুল। বাকিরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। পরে গুরুতর অসুস্থ হন তার ভাই হযরত আলীসহ (৫০) ১০ শ্রমিক।

সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

অমিত দাশ/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।