কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বিমানবাহিনীর ৩৫৮ জন


প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৮ নভেম্বর ২০১৫

জাতিসংঘ শান্তি মিশনে অংশ নিতে কঙ্গো যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর ৩৫৮ সদস্য। এতে ৯ জন মহিলা অফিসার রয়েছেন। এদের মধ্যে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে নেতৃত্ব দেবেন এয়ার কমডোর মো. মর্তুজা কামাল।
 
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

এদিন সকালে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাশারে আয়োজিত এক অনুষ্ঠানে কঙ্গোগামী অফিসারদের দিকনির্দেশনা দেন বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার।
 
এসময় তিনি অফিসারদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বিমানবাহিনী ও দেশের সুনাম বয়ে আনার আহ্বান জানান। বক্তব্যের পর মিশনের সাফল্য কামনায় একটি বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন অফিসাররা।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকার এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এআর/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।