ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৩ নভেম্বর ২০২০
ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) মধ্যরাতে উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফের রাস্তার মাথায় থাকা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার কন্ট্রোল রুমের অপারেটর বিশু জাগো নিউজকে জানান, আগুনে ১০টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো সাবলুর হার্ডওয়ারের দোকান, ইসমাইল ও হাসানের ডেকোরেশন, ইয়াছিনের নার্সারি, পিন্টুর ফার্মেসি, মাহাবুবের সাউন্ড সিস্টেম, শরিফের সেলুন, পারভেজের মোবাইলের দোকন ও এরশাদ স্যারের দোকান।

স্থানীয়রা অভিযোগ করেন আগুন লাগার প্রায় পৌনে এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তখন ১০টি দোকানই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আবু আজাদ/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।