বিমানবন্দরের পাশে হচ্ছে টানেল


প্রকাশিত: ১০:২১ এএম, ০৮ নভেম্বর ২০১৫

যাতায়াতের সুবিধার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবন্দর রেলস্টেশনের মধ্যে টানেল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুর দেড়টায় দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনের ডিটিসিএ সভাকক্ষ আয়োজিত ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের ৭ম সভায় একথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ টানেল তৈরি করা হচ্ছে। এজন্য জাইকা অর্থায়ন করতে সম্মতি দিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই এর কাজ শুরু হবে।

মন্ত্রী বলেন, বিজয়নগর থেকে বাবুবাজার ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জ প্রান্ত পর্যন্ত ১৩ কিমি দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করা হবে। এর ফলে পদ্মা সেতুর সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে জানান মন্ত্রী।

এসময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ঢাকা বিভাগের সকল জেলার পৌরসভার মেয়র ও কর্মকর্তা।

জেইউ/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।