ফেব্রুয়ারিতে মেট্রোরেলের কাজ শুরু


প্রকাশিত: ১০:০৩ এএম, ০৮ নভেম্বর ২০১৫

আগামী ফেব্রুয়ারি নাগাদ মেট্রোরেলের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুর দেড়টায় দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনের ডিটিসিএ সভাকক্ষে আয়োজিত ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের ৭ম সভায় এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, এলাইনমেন্ট ও আন্ডারগ্রাউন্ড দুই ভাবেই হবে এর নির্মাণ কাজ। মেট্রোরেল হলে ঢাকায় চলাচল অনেকটা উপযোগী হবে।

ওবায়দুল কাদের বলেন, প্রাথমিকভাবে  মেট্রোরেল রুট-১ নির্মাণ করা হবে ২৬ দশমিক ৬ কিলোমিটার। এরমধ্যে আন্ডারগ্রাউন্ডে থাকবে ৬ কিমি ও এলিগেডেট ২০ দশমিক ৬ কিলোমিটার।

এলাইনমেন্ট অংশ বিমানবন্দর থেকে কুড়িল ফ্লাইওভার-আমেরিকান দূতাবাস-রামপুরা-মালিবাগ ক্রসিং-মৌচাক-কমলাপুর স্টেশন পর্যন্ত।

অন্যদিকে, আন্ডারগ্রাউন্ড অংশটি মালিবাগ ক্রসিং থেকে মৌচাক হতে কমলাপুর স্টেশন পর্যন্ত এবং কুড়িল ফ্লাইওভারের নিচ দিয়ে যাবে।

মন্ত্রী জানান, মেট্রোরেল রুট-৫ প্রাথমিকভাবে নির্মাণ করা হবে ১৬ কিলোমিটার। এলাইনমেন্ট অংশ গাবতলী-টেকনিক্যাল-মিরপুর-মাদানী এভিনিউ হয়ে ভাটারা পর্যন্ত এবং অন্যদিকে আন্ডারগ্রাউন্ড অংশটি মিরপুর-১৪ হতে ক্যান্টনমেন্টের নিচ দিয়ে কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান-মাদারী এভিনিউ হয়ে ভাটারা পর্যন্ত মোট ৫ দশমিক ৯ কিলোমিটার।

এসময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ঢাকা বিভাগের সকল জেলার পৌরসভার মেয়র ও কর্মকর্তা ।

জেইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।