রিভিউয়ের পর প্রাণ ভিক্ষার সিদ্ধান্ত


প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৬ নভেম্বর ২০১৪

মানবতাবিরোধি অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তিনি রিভিউ পিটিশন করবেন। রিভিউ পিটিশনের পর তিনি সিদ্ধান্ত নেবেন প্রাণ ভিক্ষা চাইবেন নাকি চাইবেন না। বৃহস্পতিবার কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার আইনজীবী এডভোকেট শিশির মনির সাংবাদিকদের এ কথা জানান।

শিশির মনির বলেন, আইনমন্ত্রী কারা কর্তৃপক্ষকে ফাঁসি কার্যকর করার প্রস্তুতির যে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে এমন কোনো অর্ডার আসেনি। সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসার আগ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো সুযোগ নেই। আর আইনমন্ত্রীর এ সিদ্ধান্ত আইন বহির্ভূত কাজ। আইনমন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য কেউ আশা করে না।

শিশির মনির আরও বলেন, রিভিউ পিটিশন করার সময় এর সঙ্গে রায়ের পূর্ণাঙ্গ কপি জমা দিতে হবে। তা না হলে কোথা থেকে আমরা এই রায়ের পূর্ণাঙ্গ কপি পাব?

কামারুজ্জামানের উদ্ধৃতি দিয়ে শিশির মনির বলেন, যে সোহাগপুর হত্যাকাণ্ডের অভিযোগে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হলো। সেই সোহাগপুরের নাম তিনি আগে কখনো শোনেননি। আর এই রায় সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি দাবি করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।