সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান
![সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2015October/press20151108072327.jpg)
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ যুব আন্দোলন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তরা এ আহ্বান জানান।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সরকারের উচিত এসব সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। তাই একটি গোষ্ঠী দেশের এই সুনাম নষ্ট করে দেশকে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা করছে। প্রশাসনের এ বিষয়ে এখনই সজাগ হওয়া উচিত।
মানববন্ধনে বাংলাদেশ যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএস/জেডএইচ/এমএস