খুনির সঙ্গে সংলাপ নয় : শেখ হাসিনা


প্রকাশিত: ০৬:২২ এএম, ০৮ নভেম্বর ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যিনি (খালেদা জিয়া) মানুষ খুন করেন, পুড়িয়ে মারেন তার সঙ্গে কোনো সংলাপ নয়। যখন সংলাপ প্রয়োজন ছিলো তখন তিনি (খালেদা জিয়া) সাড়া দেননি। এখন কেন?

নেদারল্যান্ডস সফর শেষে রোববার গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, আপনি যদি কারো বাসায় যান এবং সে যদি দরজা বন্ধ করে দেয়, তাহলে পরবর্তীতে আপনি কী তার বাসায় যাবেন? আমি ফোন দিয়েছিলাম, তার বাসায় গিয়েছিলাম, কিন্তু তিনি (খালেদা জিয়া) সাড়া দেননি।

শেখ হাসিনা আরও বলেন, খালেদা জিয়ার সঙ্গে সংলাপে বসলে পোড়া মানুষের গন্ধ পাওয়া যাবে। যারা গাড়িতে বোমা মেরে, মানুষ পুড়িয়েছে তারাই আজ গুপ্তহত্যা চালাচ্ছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ মোটেও অনিরাপদ নয়। বাংলাদেশে আইএস আছে, জঙ্গি আছে এটা কোনভাবে স্বীকার করানো, যদি এটা স্বীকার করানো যায় তাহলে হামলে পড়তে পারে, সে ধরনের পরিকল্পনা কিন্তু অনেকেরই আছে।

লন্ডনে রাজনৈতিক ঐক্য গড়তে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, যার হাতে মানুষ পুড়েছে তার সাথে বসার ইচ্ছে আমার নেই। এতো রাজনৈতিক সংকট বা দৈন্যতায় পড়িনি যে কোন খুনির সাথে বসতে হবে।

প্রশ্নকর্তা সাংবাদিকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দয়া করে ওই খুনির সাথে বসতে বলতে বলবেন না। তার সাথে বসলেই আমি পোড়া গন্ধ পাবো।’

তবে বিএনপি যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়লে সংলাপের বিষয়টি ভেবে দেখা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৭১ সালে যারা আমার মা বোনকে ধর্ষণ করেছে তাদের সঙ্গ ছাড়লে বিএনপি নেত্রীর সঙ্গে আলোচনায় বসার বিষয়টি ভেবে দেখা যাবে।
 
আরএস/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।