লামায় স্থানীয়দের তাড়া খেয়ে চোখ হারালেন জুয়াড়ি


প্রকাশিত: ০৩:১০ এএম, ০৮ নভেম্বর ২০১৫

বান্দরবানের লামায় জুয়ার আসর থেকে পালাতে গিয়ে সেপটি ট্যাংকিতে পড়ে চোখ হারালো মো. ইসমাইল (২২) নামে এক জুয়াড়ি। তিনি উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকার ফসিউল আলমের ছেলে। শনিবার রাতে চেয়ারম্যান পাড়ার কুটির শিল্প এলাকায় এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে পাঁচজনের একটি দল রাতের আঁধারে জুয়ার আসর বসায়। এসময় এলাকাবাসীদের কয়েকজন তাদের ধাওয়া করলে অন্ধকারের মধ্যে টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে যান তিনি । পরে তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

আবাসিক মেডিকেল অফিসার শফিকুর রহমান মজুমদার জানান,আঘাতের ধরন মারাত্মক হওয়ায় চোখটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. রফিক জাগো নিউজকে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে আহতের পরিবারের লোকজন ইসমাইলকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেছেন।

সৈকত দাশ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।