আর একটি যুদ্ধ করতে হবে : রব
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দুই নেত্রীর হাতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা নিরাপদ না। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। সমাজকে গ্রাস করেছে। অন্যায়, অত্যাচার জুলুম, নির্যাতন আর দুঃশাসনের বিরুদ্ধে আর একটি মুক্তিযুদ্ধ করতে হবে। তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।
শনিবার দুপুরে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে (সাবেক এসিলাহা) জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আ স ম আবদুর রব বলেন, স্বাধীনতার ৪৪ বছর পর বাংলাদেশ আজ জঙ্গিবাদী, অকার্যকর সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। যেন আর একটি পাকিস্তান হয়ে গেছে। আমরা যে প্রত্যাশিত বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি তা হারিয়ে গেছে। আর অপরাধী, খুনি, জঙ্গিরা সরকারি পৃষ্ঠপোষকতা লাভ করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে এখন ভোটের নামে প্রধানমন্ত্রীর সংসদীয় একনায়কতন্ত্র চলছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রাদেশিক সরকার গঠন করতে হবে। জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে হবে। ওয়ার্ড থেকে প্রদেশ পর্যন্ত নেতৃত্ব সৃষ্টি করতে হবে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় কাউন্সিলরদের অংশগ্রহণের মধ্য দিয়ে ৫১ সদস্য বিশিষ্ট জেএসডির জেলা কমিটি গঠনের কাজ শুরু হয়। পরে সর্বসম্মতিতে নেতৃবৃন্দ সভাপতি হিসেবে শেখ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে খান মুজিবর রহমানের নাম ঘোষণা করেন এবং এই দুই জনকে আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন।
জেএসডির বাগেরহাট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি এম এ গোফরান।
শওকত আলী বাবু/এআরএ/এআরএস