রাকিব হত্যা মামলার রায় রোববার


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৭ নভেম্বর ২০১৫

খুলনায় পৈশাচিক নির্যাতনে নিহত শিশু রাকিব হত্যা মামলার রায় রোববার ঘোষণা করা হবে। যুক্তিতর্ক শেষে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা গত ১ নভেম্বর এ রায় ঘোষণার দিন ধার্য করেন।

গত ৩ অগাস্ট নগরীর টুটুপাড়া কবরখানা মোড়ের মোটরসাইকেলে হাওয়া দেওয়া কমপ্রেসার মেশিনের মাধ্যমে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় রাকিবকে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরীফ ও মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে শরীফের মা বিউটি বেগমকেও গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় পরদিন নিহত রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে তিনজনের নামে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ০৪)।

গত ২৫ অগাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার এসআই কাজী মোস্তাক আহমেদ তিনজনকে আসামি করে খুলনা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন। গত ৫ অক্টোবর খুলনা মহানগর ও দায়রা জজ আদালত বিচার শুরুর আদেশ দেয়।

আলমগীর হান্নান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।