সরকার পতনের ষড়যন্ত্র ছিল জেএমবির : দাবি পুলিশের


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৭ নভেম্বর ২০১৫

রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা নাশকতা সৃষ্টির মাধ্যমে সরকার পতনের ষড়যন্ত্র করছিল বলে দাবি করেছে পুলিশ।
 
শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ ইদ্রিস আলী, মোহাম্মদ শাকিল, খলিলুর রহমান, ইকবাল, বাবুল খান, ফরমান ও শহীদ।
 
এসময় তাদের কাছ থেকে প্রায় ২৭ হাজার পাকিস্তানি রূপি, চারটি মোবাইল হ্যান্ডসেট, পাসপোর্টসহ বিভিন্ন ইসলামি বই উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে চারজন পাকিস্তানের নাগরিক।
 
শনিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, আসামিরা সরকারকে বিব্রত ও বেকায়দায় ফেলতেই নানা নাশকতার পরিকল্পনা করেছিল। জঙ্গি তৎপরতা বিস্তারের নিমিত্তে নতুন সদস্য সংগ্রহ, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করতে একত্রিত হয়েছিল।
জেএমবির সঙ্গে পাকিস্তানের চার নাগরিকের সম্পৃক্ততা সম্পর্কে তিনি বলেন, ‘জেএমবির বিভিন্ন কর্মকান্ডগুলো দেশে হলেও এদের প্রশিক্ষণগুলো সাধারণত বিদেশ থেকে নিয়ে থাকে। ভারতেও বিচ্ছিন্নভাবে এ সংগঠনটি রয়েছে।
 
গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা জাল নোটের ব্যবসা করে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিলো। তাদের সঙ্গে কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের পৃষ্ঠপোষকতা কিংবা কোন বোমাবাজি, হত্যার ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এআর/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।