বিশিষ্ট ১৪ ব্যক্তিত্বকে সম্মাননা দিলো কমার্স কলেজ


প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৭ নভেম্বর ২০১৫

রজত জয়ন্তী অনুষ্ঠানে ১৪ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে ঢাকা কমার্স কলেজ। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ওই বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেয়া হয়।

৮টি ক্যাটাগরিতে ঢাকা কমার্স কলেজের পক্ষ থেকে সম্মাননা প্রাপ্তরা হলেন- পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কলেজের প্রতিষ্ঠাতা কাজী মো. নুরুল ইসলাম ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাবিবুর রহমান, আবু আউয়াল মো. বাকের, ড. দূর্গাদাস ভট্টাচার্য, অধ্যাপক মো. মাইনুদ্দিন খান, অধ্যাপক ড. খন্দকার বদরুল হক, অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ, ব্যবসায়ী নেতা মীর নাসির হোসেন, আফতাব-উল-ইসলাম, ব্যাংকার ইকবাল ইউ আহমেদ, ইন্সু্রেন্স ব্যবসায়ী শামসুল আলম, সিএ পেশাদার আবু সাঈদ মো. নাইম এবং কস্ট ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে রুহুল আমিন।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।